Grammar

English Grammar

If you want to apply anythings in the right way, So you must need to know some rules about that.

Definition of Grammar (ব্যাকরণ) : যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লেখতে, পড়তে পারা যায়, তাকে ব্যাকরণ বলে। ভাষার সঠিক নিয়ম-কানুন আলোচনা করা Grammar (ব্যাকরণ) এর উদ্দেশ্য।

Definition of English Grammar (ইংরেজি ব্যাকরণ) : যে পুস্তক পাঠ করিলে ইংরেজি শুদ্ধরূপে লেখতে, পড়তে ও বলতে পারা যায়, তাকে English Grammar বলে।

English grammar rules are divided into five categories :
1. Orthography (অর্থগ্রাফি) - বর্ণ শুদ্ধিকরণ
2. Etymology (এটিমলজি) - শব্দতত্ত্ব বা শব্দরূপ বা ধাতু প্রকরণ
3. Syntax (সিনট্যাক্স) - বাক্য গঠন বা পদবিন্যাস প্রকরণ
4. Punctuation (পাঙ্কচুয়েশন) - বিরাম চিহ্ন প্রকরণ
5. Prosody (প্রসডি) - ছন্দ প্রকরণ

Letter বর্ণ
ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতকগুলো চিহ্ন বা সঙ্কেত এর প্রয়োজন। সাঙ্কেতিক এই চিহ্ন গুলির একেকটিকে Letter (লেটার) বা বর্ণ বলে।
For example : A, B, C............ অ, ক, ম ..... ইত্যাদি।

ইংরেজি ভাষাতে মোট ২৬ টি বর্ণ আছে এবং এদের সমষ্টিকে ইংরেজিতে Alphabet (বর্ণমালা ) বলে। এই বর্ণ সমূহকে আবার দুই ভাবে উপস্থাপন করা হয় - বড় হাতের অক্ষর (Capital Letter) ও ছোট হাতের অক্ষর (Small Letter)।

Capital Letter
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Small Letter
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

Vowel & Consonant 
(স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ)
ইংরেজি ভাষাতে ২৬ টি বর্ণের মধ্যে a, e, i, o, u  এই পাঁচটি vowel (স্বরবর্ণ) ও বাকি ২১ টিকে consonant (ব্যঞ্জনবর্ণ) বলে।


Word (শব্দ)
দুই বা ততোধিক Letter (বর্ণ) পাশাপাশি বসিয়া কোনো অর্থ প্রকাশ করিলে, তাহাকে  শব্দ বলে।

For example : Student, Company, Good ........ ইত্যাদি।

Syllable (শব্দাংশ)
কোন word এর যে অংশটুকু একবারে উচ্চারিত হয়, তাকে syllable বলে।
For example : Teacher = Tea + Cher,  Brother = Bro + ther, Computer = com + pu + ter ........ ইত্যাদি।

Syllable আবার ৪ (চার) প্রকার :
1. Monosyllable : যে সকল word এক বার-ই উচ্চারিত হয়, মানে একটি মাত্র শব্দাংশ থাকে, তাকে Monosyllable বলে। For example : boy, man, love, fine ....... ইত্যাদি।

2. Di-syllable : যে সকল word এ দুইটি অংশ থাকে, তাকে Di-syllable বলে।
For example : Teacher = Tea + Cher,  Brother = Bro + ther ........ ইত্যাদি।

3. Trisyllable : যে সকল word এ তিনটি অংশ থাকে, তাকে Trisyllable বলে।  
For example : Education = Edu + ca + tion, Bangladesh = Bang + la + desh  ........ ইত্যাদি।

4. Polysyllable : যে সকল word এ তিনটির অধিক অংশ থাকে, তাকে Polysyllable বলে।
For example : Examination = Exa + mi + na + tion, Satisfaction = Sa + tis + fac + tion ... ইত্যাদি। 



The Sentence (বাক্য)
Definition of sentence : যে শব্দ (word) বা শব্দসমষ্টি (a group of word)  কোন একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে, তাকে বাক্য  (sentence) বলে।


পরিষ্কার অর্থ - আকাঙ্খা, যোগ্যতা ও আসক্তি 
For example : Goes to school = এই বাক্যটিতে শব্দের সমন্বয় ঘটেছে কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ পায় নাই। এখানে একটা প্রশ্ন বা আকাঙ্খা থেকেই যাচ্ছে কে স্কুল এ যায়। তাই এটি বাক্য হতে পারে না। 

আবার, The cow is flying in the sky = এই বাক্যটি দ্বারা আকাঙ্খা মিটেছে কিন্তু যোগ্যতা প্রকাশ পায় নাই। কারণ গরু কখনো আকাশে উড়তে পারে না।

আবার, to goes school he = এই বাক্যটি দ্বারা আকাঙ্খা ও যোগ্যতা মিটেছে কিন্তু আসক্তি প্রকাশ পায় নাই। অর্থাৎ শব্দের মধ্যে কোন ছন্দ প্রকাশ পায় নাই। সুতরাং এটাকেও পরিপূর্ণ বাক্য বলা যায় না। কিন্তু উপরোক্ত শব্দগুলোকে যদি সাজিয়ে He goes to school এভাবে লেখা হত তবে এটাকে Sentence বলা যায়। কারণ এর মধ্যে একটি পরিপূর্ণ বাক্য হওয়ার সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান।

লিখিত বনাম কথ্য ইংরেজি
Written Form       -------------           Spoken form
What is your name ?          ........................................    What's your name ? or Name please ?
My name is Agun               .......................................      Agun
What is the time by your watch ? .............................    What's the time ? or Time please ?
It is just 8.00 by my watch .......................................      Just 8.00



The subject and the predicate
Subject (উদ্দেশ্য) : বাক্যের যে অংশে কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে উল্লেখ করা হয় তাকে subject বলে।
Predicate (বিধেয়) : Subject সম্পর্কে যাহা বলা হয়, তাকে predicate বলে।

For example : The sun shines brightly. The sun = subject & shines brightly = predicate
The cow is grazing in the field. The cow = subject & is grazing in the field = predicate
 


Different form of sentence
(বিভিন্ন প্রকারের বাক্য)

প্রকাশ ভঙ্গির দিক দিয়ে বা অর্থভেদে sentence ৫ প্রকার 
1. Assertive sentence (উক্তিমূলক বা বর্ণনামূলক বাক্য) : যে sentence দ্বারা কোন কিছু বর্ণনা করা বা উক্তি করা বুঝায় তাকে Assertive sentence বলে। Assertive sentence কে আবার ২ ভাগে ভাগ করা যায়। যথা :-
(i) Affirmative sentence : সহজভাবে বলতে গেলে, যে প্রকারের বাক্য কোন কিছু স্বীকার করা বুঝায় তাকে Affirmative sentence বলে।
For example : The earth is round. I live human being.
(ii) Negative sentence : আর যে প্রকারের বাক্য কোন কিছু স্বীকার করা বুঝায় না তাকে Negative sentence বলে।
For example : We do not smoke. I have no money.

2. Interrogative sentence (প্রশ্নমূলক বাক্য) : যেসব বাক্য দ্বারা কোন প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative sentence বলে।
For example : What do you want ? Do you go to market ? What is your favorite city ?

3. Imperative sentence (আদেশ সূচক বাক্য) : 















No comments:

Post a Comment